শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র গ্রেপ্তার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা থেকে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে তাঁকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তিনি রাজধানীর উত্তরা এলাকায় অবস্থান করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

নজরুল ইসলাম সওদাগর দীর্ঘদিন বকশীগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে জামালপুর পৌর যুবলীগের আহ্বায়ক পদে রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102