স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে বুধবার সকাল থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সকালেই উল্লাপাড়া রেলগেইট এলাকায় শিক্ষার্থীরা মানববন্ধন ও স্লোগানসহ রেলপথে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেন। ফলে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে প্রায় নয় বছর আগে। কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদন দেয়নি সরকার। বিষয়টি নিয়ে বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।
শিক্ষার্থীরা জানান, চলমান রেল অবরোধ তাদের ধারাবাহিক আন্দোলনের অংশ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা এর আগে বিভিন্ন মানববন্ধন, সড়ক অবরোধ ও প্রশাসনের সাথে বৈঠক করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি।
এর আগে বৃহস্পতিবার একই দাবিতে শিক্ষার্থীরা বগুড়া–নগরবাড়ী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ডিপিপি অনুমোদন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম শুরু না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।