বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির সকল পদ স্থগিত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার সকল পদ স্থগিত করা হয়েছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শের পরিপন্থী নানা অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে দল তাকে স্থগিত করেছেন এবং তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং দলের নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এবং সংগঠনের মধ্যে সুস্থ পরিবেশ বজায় থাকে।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে এই পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। দলীয় কার্যক্রম ও নীতি প্রতিপালনে বিএনপি নেতৃত্ব এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102