বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ‘উৎসব’ ঝড়

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের পরিচালনায় ‘উৎসব’ সিনেমাটি ক্রাইম ও অ্যাকশন-থ্রিলারের ভিড়ে ভিন্ন ধরনের পরিবারকেন্দ্রিক কমেডি-ফ্যান্টাসি ড্রামা হিসেবে দর্শকের মন জয় করেছে। মুক্তির দুই মাস পরও ঢাকার মাল্টিপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে এবং দেশের বাইরেও সমান উৎসাহে গ্রহণযোগ্যতা পেয়েছে।

পরিবার নিয়ে সিনেমা হলে দর্শক টানতে পারে—এটাই ‘উৎসব’ প্রমাণ করেছে। ফেসবুক পেজ ‘বিএমআর’র তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫৮ লাখ টাকা এবং মোট আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৮০ লাখ টাকায়।

গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর মাত্র দুদিনে অসংখ্য ইতিবাচক রিভিউ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্মাণ, অভিনয় ও গল্পের প্রশংসা করেছেন চিত্র সমালোচকরা। বিশেষ করে জাহিদ হাসান, আফসানা মিমির অভিনয় এবং সিনেমার সংলাপ নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সিনেমার থিম সং ও বিভিন্ন দৃশ্য নিয়ে তৈরি ভিডিও ও ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, যা ‘উৎসব’-এর জনপ্রিয়তাকে আরও বৃদ্ধি দিচ্ছে। চার্লস ডিকেন্সের ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, আফসানা মিমি, অপি করিমসহ আরও অনেকে।

‘উৎসব’ প্রমাণ করল, নান্দনিক ও ভাববোধসম্পন্ন পরিবারকেন্দ্রিক সিনেমার প্রতি এখনও দর্শকের আকর্ষণ অটুট।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102