রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের বহুল আলোচিত চাঁদাবাজ সাইফুল ইসলাম রনি ওরফে ‘ফরমা রনি’কে রবিবার রাতে নিকুঞ্জ থেকে বিক্ষুব্ধ জনতা আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
রনির বিরুদ্ধে খিলক্ষেত থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে, পাশাপাশি ঢাকার অন্যান্য থানাতেও অন্তত ছয়টি মামলা দায়ের আছে। স্থানীয়দের অভিযোগ, গ্যাস, বিদ্যুৎ কিংবা পানির সংযোগ—যে কোনো উন্নয়ন কাজে তার অনুমতি ও চাঁদা ছাড়া কিছু করা যেত না। তার চাঁদাবাজি ও দাপটে নিকুঞ্জ টানপাড়া ও জামতলার বাসিন্দারা আতঙ্কে জীবনযাপন করতেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন এলাকা ছাড়তে বাধ্য হন।
এলাকাবাসী জানায়, রনির এই দৌরাত্ম্যের পেছনে ছিল তার চাচা ও কট্টর আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের প্রত্যক্ষ আশ্রয়-প্রশ্রয়। তাজুল ইসলামের থানার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে রনি ‘থানার ফরমা’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
রনির আটকের পর স্থানীয় বিএনপি ও ভুক্তভোগী সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তারা আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।