শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ধাক্কামারা দুর্ধর্ষ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা দুর্ধর্ষ ধাক্কামারা পকেটমার চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি (২২) এবং শাহনাজ বেগম (৪২) কে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা শপিং মলে একাধিক নারী থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরি করছিল। এক নারী ভুক্তভোগীকে ধাক্কা মেরে তার ব্যাগ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার সময় ধরা পড়ে তারা। পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের সহায়তায় অপর দুজন পালিয়ে গেলেও চুরি হওয়া নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও ৪.৫ গ্রাম স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত যুথি আক্তার আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা, যার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরির ঘটনা ঘটাচ্ছিলো। ডিএমপি তেজগাঁও থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102