বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ভোট নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যাম আনছে সরকার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আসন্ন সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যামের ব্যবস্থা করছে।

গতকাল শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই পদক্ষেপের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

বৈঠকে জানানো হয়, বডিক্যাম সংগ্রহ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অক্টোবরের মধ্যে এগুলো সংগ্রহ করা হবে। পুলিশ সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় বডিক্যাম ব্যবহার করবেন, যা হাজার হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা বাড়াবে।

সরবরাহের জন্য জার্মানি, চীন ও থাইল্যান্ডের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ইতোমধ্যে হয়েছে। বডিক্যামের এআই ক্ষমতা কাজে লাগিয়ে পুলিশকে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভোটের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কেনার আহ্বান জানিয়ে বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।”

বৈঠকে নির্বাচনের জন্য একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়, যা প্রার্থীর তথ্য, ভোটকেন্দ্রের হালনাগাদ ও অভিযোগ ব্যবস্থাপনা সহজ করবে। প্রধান উপদেষ্টা অ্যাপটির দ্রুত চালু করে ১০ কোটির অধিক ভোটারদের জন্য ব্যবহার বান্ধব করার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102