বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

ভক্তদের চোখে ‘বার্বি ডল’ তাহসানের স্ত্রী রোজা আহমেদ

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ রোজা আহমেদ আবারও আলোচনার কেন্দ্রে। সদ্য প্রকাশিত এক ফটোসেশনে নজরকাড়া স্টাইল ও ন্যাচারাল লুকে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছেন তিনি।

হালকা গোলাপি গাউনে সাগরপাড়ে দাঁড়িয়ে তোলা ছবিগুলোর ক্যাপশনে রোজা লিখেছেন- ‘Pink Perfection by the Marina’- ‘পিংক পারফেকশন বাই দ্যা মারিনা’ যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

পেশায় মেকআপ আর্টিস্ট রোজা মূলত কর্মব্যস্ত থাকেন সামাজিক যোগাযোগমাধ্যম ঘিরেই। নিজ প্রতিষ্ঠিত ‘Rosa’s Bridal Makeover’- নিউইয়র্কের কুইন্সে অবস্থিত তার এই বিউটি স্টুডিও এখন কসমেটোলজি জগতে এক পরিচিত নাম।

নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষে তিনি অর্জন করেন পেশাগত লাইসেন্স, যা তাকে এই খাতে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি এনে দেয়।

তবে রোজা আহমেদের জনপ্রিয়তা শুধুই তার পেশাগত সাফল্যে সীমাবদ্ধ নয়। চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে রোজা। এতে করে তিনি আরও বেশি আলোচনায় আসেন।

এই তারকা দম্পতির ঘনিষ্ঠ মুহূর্ত ও ভ্রমণের স্মৃতি প্রায়ই উঠে আসে রোজার প্রোফাইলে, যা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। যদিও সদ্য প্রকাশিত ছবিগুলোতে এককভাবে ধরা দিয়েছেন রোজা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর প্রতিক্রিয়ায় নেটিজেনদের মন্তব্য ঘরে ছিল রীতিমতো প্রশংসার জোয়ার।

কেউ তুলনা করেছেন ‘বার্বি ডল’-এর সঙ্গে, কেউ আবার মুগ্ধ হয়ে লিখেছেন- ‘সিন্ড্রেলার মতো লাগছে!’ রোজার ফ্যাশন সেন্স, ক্যামেরার সামনে আত্মবিশ্বাস এবং সৌন্দর্যের সাবলীল প্রকাশ সত্যিই তাক লাগানোর মতো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102