শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

পুলিশ হেফাজতে জনি হত্যা: হাই কোর্টে রায় শুরু

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর পল্লবীতে পুলিশের হেফাজতে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুতে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিলের রায় দেওয়া শুরু হয়েছে।

আজ রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করছেন। এ মামলায় পাঁচ আসামির মধ্যে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলো বিচারিক আদালত।

এর আগে গত সাতই আগস্ট এ মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ঠিক করা হয়।

২০১৪ সালের আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় পল্লবীর ১১ নম্বর সেকশনের ইরানি ক্যাম্পের বাসিন্দা মো. বিল্লালের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন।

এ সময় সেখানে থাকা জনি ও তার ভাই ইমতিয়াজকে সুমন চলে যেতে বলেন। এ নিয়ে সুমনের সঙ্গে দুই ভাইয়ের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমনের ফোন করলে পুলিশ এসে জনি ও ইমতিয়াজকে ধরে নিয়ে যায় এবং থানায় নিয়ে দুই ভাইকে নির্যাতন করে।

এতে জনির অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার ভাই ইমতিয়াজ হোসেন একই বছরের সাতই অগাস্ট মামলা করেন। এতে তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমানসহ আট জনকে আসামি করা হয়।

এই মামলাটি ২০১৩ সালে হওয়া নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের প্রথম মামলা।

২০১৬ সালের এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিচারিক আদালত। এরপর বিচার শেষে ২০২০ সালের সেপ্টেম্বরে রায় দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102