মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ভুয়া তথ্য দিয়ে ভাইরাল আনিসা, পরীক্ষায় বসতে দেবে না বোর্ড

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকার সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে আনিসা আহমেদ সময় মতো পরীক্ষার জন্য কেন্দ্রে পৌঁছাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। মায়ের অসুস্থতার কারণে হাসপাতালে যাওয়ার কথা উল্লেখ করে দেরির জন্য কেন্দ্রে প্রবেশ করতে না পারার অভিযোগ করেন আনিসা। তার কান্নার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মাঝে সমব্যথা জাগায় এবং তাকে পরীক্ষার সুযোগ দেয়ার দাবি ওঠে।

এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আনিসাকে পরীক্ষায় বসানোর ঘোষণা দিলে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে আনিসার দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়নি। হাসপাতালের ভর্তির স্লিপসহ আনিসার মায়ের অসুস্থতার তথ্য যাচাই করেও কমিটি ভুয়া তথ্য সনাক্ত করে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, আনিসার পরীক্ষার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে দুই পত্র (বাংলা প্রথম ও দ্বিতীয়) মিলিয়ে ৬৬ নম্বর পেলে তাকে পাস করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, মায়ের অসুস্থতা ও হাসপাতালের তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় আনিসাকে পরীক্ষায় বসানো হবে না।

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, আনিসা আর কোনো যোগাযোগ করেনি এবং তদন্ত কমিটি যেভাবে তথ্য যাচাই করেছে, সে অনুযায়ী ঘটনাটি সত্য নয়। আনিসার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফলতা মেলেনি।

২৬ জুন বাংলা প্রথমপত্র পরীক্ষার দিন আনিসার কান্নার ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। তবে পরবর্তীতে তথ্য যাচাই ছাড়াই মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ায় বিষয়টি বিতর্কিত হয়ে ওঠে। বর্তমানে আনিসার পরীক্ষার সুযোগ নিয়ে শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয় বিবেচনা করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102