বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

বাথরুমে গাঁজা সেবনে; ইউনাইটেড ফ্লাইটের ৪ ঘণ্টা বিলম্ব

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইউনাইটেড এয়ারলাইনসের সান ফ্রান্সিসকো থেকে কানকুনগামী এক ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হয়, কারণ একজন যাত্রী সামনের বাথরুমে গাঁজা সেবন করেছিলেন।

এতে পাইলট উড়তে অস্বীকৃতি জানান, তিনি আশঙ্কা করেন যে ধোঁয়ার প্রভাবে তার ড্রাগ টেস্ট পজিটিভ আসতে পারে। এতে তার চাকরি ঝুঁকিতে পড়তে পারে।

একজন যাত্রী রেডিটে লিখেছেন, প্রথমে ফ্লাইটে কিছু যান্ত্রিক সমস্যা হয়।

পরে গাঁজা খাওয়া যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু ক্রুরা ধোঁয়ার প্রভাব নিয়ে চিন্তিত হওয়ায় সবাইকে নামিয়ে নতুন ক্রুর জন্য অপেক্ষা করানো হয়।

ফলে সকাল ৮:৫০-এ ছাড়ার কথা থাকলেও ফ্লাইট দেরি হয়ে দুপুর ১২:৩০-এ ছাড়ার কথা হয়।

যাত্রীদের বিলম্বের ক্ষতিপূরণ হিসেবে যাত্রীদের ১৫ ডলারের খাবারের ভাউচার ও গেটে স্ন্যাক কার্ড দেওয়া হয়।

তবে বিশেষজ্ঞদের মতে, খোলা জায়গা বা ভালো বায়ু চলাচল আছে এমন বিমানে এই ধোঁয়া থেকে ড্রাগ টেস্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102