বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

ঐক্যবদ্ধ ইসলামী দলকেই ভোট চায় জনগণ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে আইনশৃঙ্খলা বাহিনীর এ সক্ষমতা রয়েছে যে তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অপরাধ সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকে। অপরাধ সংঘটনের পর তারা দ্রুত আসামি ধরতে সক্ষম হলেও অপরাধ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিস প্রচার সম্পাদক ও মিডিয়ার সমন্বয়ক হাসান জুনাইদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসান জুনাইদ জানান, শনিবার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহীর মাসিক বৈঠক পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক বলেন, সুস্থ, সুন্দর ও সবার অংশগ্রহণে একটি নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। আমরা আবারও সরকারকে মনে করিয়ে দিচ্ছি— কাঙ্ক্ষিত সংস্কার, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া আগামী নির্বাচন আমাদের কাছে ও দেশবিদেশে গ্রহণযোগ্য হবে না।

দেশের মানুষ দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ ইসলামী দলকে ভোট দিতে আগ্রহী বলে উল্লেখ করে তিনি বলেন,  কিন্তু বারবার তারা হতাশ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আবারও ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এসেছে। এবার যদি জনগণকে হতাশ করা হয়, তাহলে ইসলামপন্থিদের জন্য এই সুযোগ আর ফিরে আসবে না। অতএব, আগামী জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মাদ আজিজী, মাওলানা জসিম উদ্দিন, সহ বায়তুলমাল সম্পাদক কারী হুসাইন আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102