রাজধানীর উত্তরা এলাকা থেকে এজাহারভুক্ত আসামি ও যুবলীগ সদস্য সাজ্জাত কবির (৪০) কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।
শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টা ৪৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নং সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাজ্জাত কবির ওই এলাকায় অবস্থান করছে। পরে থানা পুলিশের একটি টিম নির্ধারিত সময় ও স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাজ্জাত কবির ২০২৫ সালের ৩০ মে দায়ের করা উত্তরা পশ্চিম থানার মামলা নং-৬১ এর এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানিয়েছে, সাজ্জাত কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।