শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

মাদক বিরোধে প্রাণহানি, ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর বংশালে বাকীতে ইয়াবা সরবরাহে অস্বীকার করায় মোঃ হীরা নামক এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জীবন মিয়া(৩০)। এছাড়া গ্রেফতারকৃতের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় বংশাল থানাধীন মালিটোলাস্থ ৪৮ নং গোলক পাল লেনে ঘাতক মোঃ জীবন মিয়া মাদক বিক্রেতা মোঃ হীরার কাছে বাকীতে দুই পিস ইয়াবা ট্যাবলেট দিতে বলে। কিন্তু সে বাকীতে ইয়াবা ট্যাবলেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক জীবন ধারালো চাকু দিয়ে মাদক বিক্রেতা মোঃ হীরার বাম গালে, বুকের বাম পাশে ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। দ্রুত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই হীরা মারা যায়।

এ ঘটনায় বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করা হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৭ আগস্ট) কেরানীগঞ্জ থানার কালাতিয়া বাজার এলাকা হতে ঘাতক মোঃ জীবন মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জীবন মিয়াকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধি মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102