বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটের ‘কোল্ড ও হট’ টেস্ট সফল

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে স্থাপিত টার্বাইনে বাষ্প সরবরাহকারী পাইপলাইনে ‘কোল্ড ও হট’ টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিদ্যুৎ প্রকল্পের নির্মাণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পরীক্ষার আওতায় বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাইপলাইন সিস্টেমে বাষ্প প্রবাহিত করে ব্লো-ডাউন কার্যক্রম পরিচালিত হয়, যার মাধ্যমে পাইপলাইনের অভ্যন্তরে থাকা ধূলিকণা, অবশিষ্টাংশ ও অন্যান্য কণাকে অপসারণ করা হয়। এ প্রক্রিয়ায় সিস্টেমের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও প্রযুক্তিগত মান যাচাই করা হয়।

বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা জানান, এই সফল পরীক্ষার মাধ্যমে মূল টার্বাইন সিস্টেমের প্রস্তুতির একটি বড় ধাপ অতিক্রম করা হলো। পরবর্তী পর্যায়ে ইউনিটটিকে পূর্ণাঙ্গ উৎপাদন সক্ষমতার দিকে এগিয়ে নেওয়ার কাজ চলবে।

রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পারমাণবিক শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসআতোম যৌথভাবে কাজ করছে। সরকারের আশা, প্রকল্পের প্রথম ইউনিট নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সক্ষম হবে।

বিশেষজ্ঞদের মতে, দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি যুগান্তকারী উদ্যোগ, যেখানে এই ধরণের পরীক্ষাগুলো প্রকল্পের সফল বাস্তবায়নের অপরিহার্য ধাপ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102