শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন সোমালিয়াতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক নিউমুরিং টার্মিনাল লিজ দেওয়ার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঘুরতে যাওয়া অপরাধ নয়: শোকজে নাসীরুদ্দীনের জবাব

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দলকে না জানিয়ে কক্সবাজার সফরের ব্যাখ্যায় শোকজ নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জবাবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয়।”

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ও যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তিনি জানান, শোকজ পাওয়া পাঁচজন নেতার মধ্যে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী পৃথকভাবে লিখিত জবাব দিয়েছেন।

জবাবে নাসীরুদ্দীন উল্লেখ করেন, সফরের দিনে তার কোনো সাংগঠনিক বা রাষ্ট্রীয় দায়িত্ব ছিল না। ৪ আগস্ট রাতেই দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে মৌখিকভাবে অবহিত করার পর ৫ আগস্ট ব্যক্তিগত প্রয়োজনে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সফরসঙ্গী ছিলেন সস্ত্রীক সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি।

নাসীরুদ্দীন দাবি করেন, তার সফরের উদ্দেশ্য ছিল আত্মবিশ্লেষণ ও রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে চিন্তা করা। বলেন, “সাগরের পাড়ে বসে আমি নাগরিক কমিটি, গণপরিষদ ও নতুন সংবিধানের রূপরেখা নিয়ে গভীরভাবে ভাবতে চেয়েছি।”

তবে সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, ওই নেতারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একপর্যায়ে একটি হোটেলের সামনে বিক্ষোভও করেন। যদিও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন নাসীরুদ্দীন। হোটেল কর্তৃপক্ষও পিটার হাসের উপস্থিতির তথ্য অস্বীকার করে।

শোকজের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন বলেন, “ঘুরতে যাওয়া কোনো সাংগঠনিক অপরাধ নয়। বরং এটি একজন রাজনৈতিক কর্মীর দায়িত্বশীল মানসিক চর্চারই অংশ।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবসের পরদিন—৫ আগস্ট—জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন। পরে দল থেকে তাদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102