বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

তারেক রহমানের শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সাবেক নৌবাহিনী প্রধান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার ধানমন্ডির বাসভবন ‘মাহবুব ভবনে’ বুধবার রাতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন মাহবুব আলী খানের কনিষ্ঠ কন্যা ডা. জুবাইদা রহমান, তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নাতনি জায়মা রহমান। উপস্থিত ছিলেন প্রয়াত মাহবুব আলী খানের সহধর্মিণী ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যরা।

দোয়া মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, নেতা নিতাই রায় চৌধুরী, ইসমাইল জবিহউল্লাহ, আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, ফজলে এলাহী আকবর, আতিকুর রহমান রুমন ও আন্দালিব রহমান পার্থসহ রাজনীতিক, পেশাজীবী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী এবং অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও মোনাজাত করা হয়। একইসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সব ঘাঁটিতে তার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাইকোর্ট মাজার মসজিদসহ বিভিন্ন মসজিদে, সিলেটের শাহজালাল (রা.) ও শাহপরান (রা.) দরগায়, এবং দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠিত ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’তেও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102