রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

আন্তর্জাতিক মঞ্চে নোরা ফাতেহির ‘ওহ মামা তেতেমা’

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আবারও নিজের শক্তিশালী উপস্থিতি জানান দিলেন বলিউডের গ্ল্যামার আইকন ও পারফর্মার নোরা ফাতেহি। প্রকাশ করলেন তার বহুল প্রতীক্ষিত নতুন গানের প্রথম ঝলক—‘ওহ মামা তেতেমা’। এই গানে শুধু পারফর্মই নয়, নিজের কণ্ঠও দিয়েছেন নোরা, যা তাকে সংগীতশিল্পী হিসেবে নতুন মাত্রায় নিয়ে গেল।

এই বহুজাতিক মিউজিক প্রজেক্টে নোরার সঙ্গে আছেন আফ্রিকান সুপারস্টার রেইভ্যানি। আরও বড় চমক হিসেবে রয়েছেন ভারতীয় সঙ্গীতজগতের প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। তিন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের এই শিল্পীদের সম্মিলনেই তৈরি হয়েছে গানটির এক অনন্য আবহ।

গানের পোস্টার ইতোমধ্যে নোরা ফাতেহি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে আফ্রো-ইনস্পায়ার্ড আধুনিক পোশাকে, যা ফ্যাশনপ্রেমীদের মাঝেও আগ্রহের জন্ম দিয়েছে। ইতিমধ্যে প্রকাশিত টিজারে তার ক্যারিশমাটিক উপস্থিতি এবং গানের ঝলক নজর কেড়েছে বিশ্বজুড়ে ভক্তদের।

‘ওহ মামা তেতেমা’ গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ৯ আগস্ট। এটি শুধুমাত্র একটি গান নয়, বরং নোরা ফাতেহির বহুমাত্রিক প্রতিভার আরেকটি প্রমাণ—যেখানে তিনি একসঙ্গে পারফর্মার, গায়িকা এবং গ্লোবাল স্টাইল আইকন হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

এই গান দিয়ে নোরা আরও একবার স্পষ্ট করলেন—তিনি শুধু বলিউডের গণ্ডিতে সীমাবদ্ধ নন, বরং আন্তর্জাতিক সংগীতমঞ্চেও তার জায়গা পোক্তভাবেই করে নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102