চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ কোটি ডলারে, যা গত বছরের একই মাসের তুলনায় ২৪.৯০ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্যে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রপ্তানি ছিল ৩৮২ কোটি ডলার।
গত অর্থবছরে রপ্তানি খাতে মোট ৮.৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে জুন মাসে ৭.৫৫ শতাংশ মন্দার সম্মুখীন হয়, যা বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের অর্ডার কমে যাওয়া, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অনিশ্চয়তা, গ্যাস সংকট এবং ঈদ ছুটির কারণে হয়েছে বলে রপ্তানিকারকরা মনে করছেন।
তৈরি পোশাক খাত জুলাইয়ে ৩৯৬ কোটি ডলারের রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় ২৪.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া চামড়া, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য ও প্লাস্টিক পণ্যের রপ্তানিতেও উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে।
গত অর্থবছরে বাংলাদেশ ৪ হাজার ৮২৮ কোটি ডলারের রপ্তানি অর্জন করেছে, যা আগের বছরের ৪ হাজার ৪৪৭ কোটি ডলারের থেকে বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতিতে এ ধরণের প্রবৃদ্ধি দেশের উন্নয়নের জন্য ইতিবাচক বার্তা বহন করছে, যদিও কিছু সেক্টরে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে।