গাজা উপত্যকায় চলমান যুদ্ধ, গণহত্যা এবং দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আন্তর্জাতিক পরিসরে সমালোচনার মুখে ইসরাইলি জনগণের মধ্যে ভ্রমণ-ভীতি তীব্র আকার ধারণ করেছে। ইহুদিবাদী চ্যানেল ১২-এর প্রকাশিত জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ ইসরাইলি বর্তমানে বিদেশ ভ্রমণে ভয় পাচ্ছেন।
ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওত অহরোনোত জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইলি পর্যটকদের রেস্তোরাঁ ও হোটেলে হামলা এবং অপমানের শিকার হতে হচ্ছে। আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক এনরিক জিমারম্যান সতর্ক করে বলেছেন, “ইসরাইল আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন এবং এর দীর্ঘমেয়াদী পরিণতি আরও গুরুতর হবে।”
এছাড়া, ইসরাইলি গণমাধ্যম ও সামরিক মহলও স্বীকার করছে, গাজায় প্রতিদিন প্রকাশিত ফিলিস্তিনিদের দুর্ভিক্ষ, অনাহার ও হত্যাকাণ্ডের হৃদয়বিদারক ছবি ইসরাইলের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। সংবাদপত্র মা’আরিভ লিখেছে, “এই চিত্র ইসরাইলের যুদ্ধ নীতির বৈধতা প্রশ্নবিদ্ধ করেছে, এমনকি ঐতিহ্যগত মিত্রদের কাছেও।”
মানবাধিকার সংগঠনগুলোর নীরবতা এবং আন্তর্জাতিক চাপের মাঝেও ইসরাইলের আগ্রাসী নীতির কারণে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। ক্রমবর্ধমান এই জনমত ইঙ্গিত দেয়, মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান দিন দিন আরও সংকটাপন্ন হয়ে পড়ছে।