বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

যতটা পারি, নির্বাচনের আগেই সংস্কার করে যাবো: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সময় অল্প হলেও, যতটা সম্ভব অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “গতকাল নির্বাচনের সময় ঘোষণা হয়েছে। আমাদের হাতে সময় কম। এখন ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার কাজ করে যাব।”

সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, “সংস্কার প্রতিনিয়ত চলবে। জীবন যেমন বহমান, সংস্কারও তেমনি বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।”

ব্যাংক খাতে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, “একটা ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সেখানে আপনার টাকা আছে, আমারও টাকা আছে। এটা শুধু লুটপাট নয়, ভয়ংকর অনিয়ম।”

সাবেক আইএমএফ কর্মকর্তা ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে স্মরণ করে তিনি বলেন, “মনসুর আমার ছাত্র ছিল। সে বলতো—পৃথিবীর কোনো দেশে এমন হয়নি যে ৮০ শতাংশ টাকা লোপাট হয়ে গেছে।”

অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতকে কিছুটা স্থিতিশীল করতে সক্ষম হলেও, এখনও অনেক সংস্কার কার্যক্রম অসম্পন্ন রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102