বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না: আলী রীয়াজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর সিরডাপে বুধবার (৬ আগস্ট) অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার নয়। তিনি বলেন, তাই এটাকে ‘অন্তর্বর্তী সরকার’ বলা হয়।

তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করেন, গত ১৬ বছর ধরে দেশের রাজনৈতিক ও সাংবাদিকতার বাস্তবতা পর্যালোচনার জন্য কেন সাংবাদিক ইউনিয়ন ও সিভিল সোসাইটি যৌথ উদ্যোগে কোন কাঠামো গঠন করা হয়নি। এছাড়া, তিনি সাংবাদিকদের নিজেদের আত্মবিশ্লেষণের আহ্বান জানান, “আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন, আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ?”

ড. রীয়াজ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের স্বাধীনতার দাবি থাকলেও করপোরেট স্বার্থের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। অধিকাংশ মিডিয়া প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছে, যা প্রকৃত স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা।

সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের এডিটর রেজাওয়ানুল হক রাজা ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102