বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি চলছে : ডা. তাহের

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে “জুলাই জাতীয় সনদ” প্রণয়ন ও তার আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি।

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতে গ্রহণযোগ্য সকল নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে প্রতিনিধিত্ব করেছে। বর্তমানে দেশজুড়ে আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে। কিন্তু সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।”

তার দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে নির্বাচন আয়োজনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে—অন্যথায় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি ইতিহাস তুলে ধরে বলেন, “১৯৬৯ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ১৯৯০ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ের পরিবর্তন পরবর্তীতে আইনি কাঠামোর মধ্যে আনা হয়েছে। একইভাবে জুলাই ঘোষণার ক্ষেত্রেও আইনগত বৈধতা দেওয়ার দৃষ্টান্ত রয়েছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “জনগণ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। এখনো স্পষ্ট নয়—ঐকমত্য কমিশনের মাধ্যমে ঘোষিত সনদের বাস্তবায়ন রূপরেখা কী হবে।”

সংবিধানসম্মত উপায়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102