বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ই আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, নিহতরা একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িটিতে চালকসহ একই পরিবারের মোট ১২ জন ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পাশের একটি খালে পড়ে যায়। এতে সাতজন ঘটনাস্থলেই পানিতে ডুবে মারা যান, বাকিরা আহত হলেও প্রাণে বেঁচে যান।

তিনি আরও জানান, চালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে অন্য কোনো যানবাহনের ধাক্কার প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার পরিবারটি তাদের এক ওমানপ্রবাসী আত্মীয়কে আনতে ঢাকা গিয়েছিলেন। ফেরার পথেই ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

এই করুণ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102