বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার এক ভিডিও বার্তায় জাতির প্রতি জবাবদিহিমূলক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আজ আমরা কেবল অতীত স্মরণে আসিনি—আমরা শপথ নিতে এসেছি। শপথ এই, নিপীড়নের কাছে মাথা নোয়াবো না। গড়ব একটি বৈষম্যহীন রাষ্ট্র—যা কাজ করবে জনকল্যাণে, যা হবে গণমানুষের জন্য।”

তিনি বলেন, “৫ আগস্ট শুধু একটি দিবস নয়—এটি প্রতিজ্ঞার দিন, একটি গণজাগরণের ইতিহাস, একটি ফ্যাসিবাদবিরোধী জাগরণের পুণর্জন্ম।”

জাতির সূর্যসন্তানদের স্মরণ করে তিনি বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণা। তাদের স্বপ্নই আমাদের আগামী বাংলাদেশের ভিত্তি।” একইসঙ্গে আহত, পঙ্গু ও দৃষ্টি হারানো আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই জাতি আপনাদের কাছে চিরঋণী থাকবে।”

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, গত ১৬ বছরে দেশে দুর্নীতি, স্বজনপ্রীতি, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় তরুণদের ওপর নেমে এসেছে নিপীড়নের খড়্গ। সরকারি চাকরি বঞ্চিত তরুণদের হতাশা, ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়ন এবং দলীয় সন্ত্রাসের যৌথ আক্রমণে তৈরি হয় ২০২৪ সালের উত্তাল জুলাই।

তিনি জানান, “ইন্টারনেট বন্ধ করে গুলির তথ্য গোপন করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি হতে দেওয়া হয়নি। বহু মানুষ চিকিৎসার অভাবে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে।”

সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ৭৭৫টি শহীদ পরিবারকে ৯৮ কোটি টাকার চেক ও সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। আহত ১৩,৮০০ জনকে তিন ক্যাটাগরিতে ১৫৩ কোটি টাকা এবং ৭৮ জনকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

শেষে প্রধান উপদেষ্টা বলেন, “শুধু অর্থনৈতিক সহায়তায় দায় শেষ হবে না। এই আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102