বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

দুঃসহ রাজনৈতিক টানাপোড়েন, সম্প্রতি ঘোষিত কারফিউ, এবং ‘মার্চ টু ঢাকা’ আন্দোলনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এই ভাষণকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎকণ্ঠা। বিশ্লেষকরা মনে করছেন, চলমান সংকট, জাতীয় সংলাপ এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে রাজনৈতিক সহিংসতা থেকে উত্তরণের বার্তা দিয়েছিলেন বেশ কয়েকজন জাতীয় নেতা। তবে চলমান পরিস্থিতিতে এ বছরের ভাষণটি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভাষণটি সরাসরি সম্প্রচারের পাশাপাশি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102