বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
রাশিয়া ও ইরান থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইরের চাপের কারণে তারা তাদের জ্বালানি নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না।অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সর্বদা জাতীয় স্বার্থে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। জবরদস্তি বা চাপের মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না।চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।এই আলোচনা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীনারা তাদের সার্বভৌমত্বকে খুব গুরুত্ব দেয়, বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে। আমরা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাই না, তাই তারা ১০০ শতাংশ শুল্ক দিতে চায়।তিনি বলেন, চীনাদের যেকোনো বিষয়ে দর কষাকষির দক্ষতা রয়েছে।তবে আমি মনে করি, একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।তবে টেনিও পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গ্যাব্রিয়েল উইল্ডাও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি বাস্তবায়িত হলে সাম্প্রতিক অগ্রগতি ভেস্তে যাবে এবং যদি শরৎকালে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে বৈঠক হয়, তবে তাতে কোনো বাণিজ্য চুক্তির সম্ভাবনাও নষ্ট হবে।উইল্ডাও জোর দিয়ে বলেন, এই হুমকিগুলো বাস্তবায়ন করা হলে সামগ্রিক আলোচনা বিপর্যস্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102