বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ভাসমান পেয়ারা বাগান রক্ষায় ৬ দফা নির্দেশনা জারি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
প্রাচ্যের ভেনিস খ্যাত দক্ষিণবঙ্গের বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির কীর্তিপাশা খালজুড়ে গড়ে ওঠা ভাসমান পেয়ারা বাগান দেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষায় পানির ওপর ভাসমান এই বাগান দেখতে দেশি-বিদেশি পর্যটকরা ভিড় করেন। তবে অতিরিক্ত পর্যটকের চাপে এবং অসচেতন আচরণে বাগানের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসন পরিবেশ রক্ষায় ৬ দফা নির্দেশনা জারি করেছে।প্রায় ২০০ বছর আগে শুরু হওয়া এই ভাসমান পেয়ারা চাষ বর্তমানে ২৬টি গ্রামজুড়ে বিস্তৃত।শুধু স্বরূপকাঠিতেই রয়েছে ২ হাজার ২৫টি পেয়ারা বাগান, যার মধ্যে আটঘর কুড়িয়ানায় রয়েছে ৫২২ হেক্টর জমির বাগান। এখানে প্রতি বছর উৎপাদিত হয় ১০-১২ হাজার মেট্রিক টন পেয়ারা, যার বাজারমূল্য প্রায় ৮-৯ কোটি টাকা।তবে স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, পর্যটকদের অসচেতনতায় বাগানের পরিবেশ বিপর্যয়ের মুখে। কেউ গাছের ডাল ভাঙেন, কেউ ফল নষ্ট করেন।অনেকেই খাবারের উচ্ছিষ্ট, পলিথিন, প্লাস্টিক পানিতে ফেলেন। বড় ট্রলার চলাচল গাছের গোড়া ক্ষতিগ্রস্ত করছে। এ ছাড়া উচ্চ শব্দে গান বাজানোর কারণে পাখি ও অন্যান্য বন্যপ্রাণীও কমে গেছে।পরিস্থিতি মোকাবেলায় ২৭ জুলাই নেছারাবাদ উপজেলা প্রশাসন ৬ দফা নির্দেশনা জারি করে।

নির্দেশনাগুলো হলো :১. কোনো ধরনের বাদ্যযন্ত্র বা উচ্চ শব্দ সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পর্যটকদের শালীন আচরণ বজায় রাখা বাধ্যতামূলক।
৩. বড় ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা বাগানে নিষিদ্ধ।
৪. ছোট বা মাঝারি নৌযান ব্যবহার করতে হবে।
৫. কোনো বর্জ্য পানিতে ফেলা যাবে না।

৬. নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘পর্যটনের সুবিধা যেমন রয়েছে, তেমনি পরিবেশ সুরক্ষা আরও জরুরি। সবার সচেতনতা ও সহযোগিতায়ই এই ঐতিহ্য রক্ষা সম্ভব।’

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানালেও বলছেন, নিয়ম বাস্তবায়নে কঠোর নজরদারি এবং পর্যটকদের নিয়ম মানতে বাধ্য করার জন্য নিয়মিত তদারকি জরুরি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102