কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল মসজিদে নামাজ আদায়ের সময় সায়মন (২৮) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। গতকাল শনিবার (২ আগস্ট) রাত ৮টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভেতর এশার নামাজের সময় ঘটনাটি ঘটে। আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।
তাকে মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানে চিকিৎসাধীর রয়েছেন বলে জানিয়েছে পরিবার।স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী মো. সেলিম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী স্থানীয় বাসিন্দা সোহেল রানাসহ অন্যান্যরা জানান, শংকুচাইল বাজারের জনতা ব্যাংকের সংলগ্ন মার্কেটের মোবাইল দোকানদার সায়মনের কাছ থেকে একটি নতুন মোবাইল ক্রয় করেন সুমন (২৬)। গতকাল শনিবার সন্ধ্যায় পাওয়া টাকা চাইলে দিতে অপারগতা জানান সুমন।পরে তিনি মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সায়মনকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যান।স্থানীয়রা জানান, ঘাতক সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ভিডিওম্যান আব্দুল ছাত্তারের ছেলে। তিনি মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন কালের কণ্ঠকে বলেন, ‘জামাতে এশা নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় রাকাতে সেজদারত অবস্থায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন ‘ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত বিষয়টি তদন্ত করে ছুরিকাঘাতের বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’