প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদনগরগামী ‘ফারজানা পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস পারুয়ারা দাখিল মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির যাত্রী ইব্রাহীম সরকার।দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে ময়নামতি হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বাস ও সিএনজিটি জব্দ করেছি। তবে বাসচালক ও সহকারী পলাতক রয়েছেন। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।