সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

গাজায় ত্রাণের ৬০০ ট্রাকের বদলে ঢুকেছে মাত্র ৩৬টি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
শনিবার গাজায় মাত্র ৩৬টি সহায়তা ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। এই সংখ্যা জাতিসংঘের হিসাবমতে দৈনিক ৫০০ থেকে ৬০০ ট্রাক প্রয়োজনীয় সহায়তার তুলনায় অত্যন্ত অপ্রতুল। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, এই ট্রাকগুলোর বেশির ভাগই বিতরণের আগেই লুট হয়ে গেছে। গাজা কর্তৃপক্ষ এর জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে, ইসরায়েল ‘পদ্ধতিগত ও ইচ্ছাকৃতভাবে’ গাজায় ‘নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা’ সৃষ্টি করছে।এক বিবৃতিতে বলা হয়, ‘লজ্জাজনক আন্তর্জাতিক নীরবতার মাঝে গাজার শিশুদের মাঝে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে।’স্থানীয় কর্তৃপক্ষ অবিলম্বে সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে সহায়তা ও শিশুদের জন্য ফর্মুলা দুধ প্রবেশের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102