বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

শিশুকে স্যুটকেসে ভরে বাস ভ্রমণ, নারী গ্রেপ্তার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
বাসে ভ্রমণের সময় লাগেজের ভেতরে দুই বছর বয়সী এক শিশুকে রাখার কারণে নিউজিল্যান্ডে এক নারীকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে।গোয়েন্দা পরিদর্শন সায়মন হ্যারিসন জানিয়েছেন, ওই নারীকে শিশুর প্রতি অমানবিক আচরণ ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।নির্ধারিত যাত্রাবিরতির সময় বাসচালক একটি লাগেজের অস্বাভাবিক নড়াচড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর অকল্যান্ড থেকে ১০০ কিলোমিটার উত্তরে কাইওয়াকা শহরের একটি বাস ডিপোতে পুলিশকে ডাকা হয়।হ্যারিসন বলেন, ‘যখন চালক স্যুটকেসটি খোলেন, তখন তিনি ভেতরে একটি দুই বছরের মেয়েশিশুকে দেখতে পান। শিশুটিকে খুব অস্থির লাগছিল, তবে বাইরে থেকে শারীরিকভাবে তার কোনো বড় ক্ষতি দেখা যায়নি।’শিশুটিকে যাত্রীদের বসার জায়গার নিচে লাগেজ রাখার আলাদা একটি অংশে রাখা হয়েছিল। তাকে হাসপাতালে ভর্তি করে নানা রকম মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে বলে হ্যারিসন জানিয়েছেন।এদিকে এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যারিসন বলেন, চালক সময়মতো ব্যবস্থা নিয়ে ‘আরো ভয়াবহ কিছু ঘটতে যাওয়ার আশঙ্কা ঠেকাতে সক্ষম হয়েছেন।’এই ঘটনায় আরো অভিযোগ আনা হতে পারে জানিয়ে গোয়েন্দা পরিদর্শন আরো বলেন, নিউজিল্যান্ডের শিশু কল্যাণ দপ্তর ওরাঙ্গা তামারিকিকে বিষয়টি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102