দেশের চারটি উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা—নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে আজ শনিবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় দেশের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা এই দমকা হাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বিশেষ করে উপকূলীয় এলাকায় বাসিন্দাদের প্রয়োজনবোধে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়েছে।