ছোট পর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা চৌধুরী টয়া বর্তমানে রয়েছেন ভ্রমণে, গন্তব্য শ্রীলঙ্কা। কাজের ব্যস্ততা থেকে খানিক বিরতি নিয়ে নিজেকে নতুন করে খুঁজে নিতে ছুটে গেছেন প্রকৃতির কাছাকাছি—আর সেই মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন তার অসংখ্য অনুরাগীর সঙ্গে।
সম্প্রতি শ্রীলঙ্কার সুপরিচিত আহাঙ্গামা সমুদ্রসৈকত থেকে একগুচ্ছ মনোমুগ্ধকর ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। যেখানে দেখা গেছে, সৈকতের ধারে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন টয়া, দোলনায় চড়ছেন কিংবা ক্যামেরার দিকে নানা ভঙ্গিমায় পোজ দিচ্ছেন।
চলমান ছবির ক্যাপশনে টয়া লিখেছেন—‘সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।’
ছবিগুলোর সৌন্দর্য ও টয়ার উপস্থিতি ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স, জানিয়েছেন শুভকামনা ও ভালোবাসা।
এদিন টয়ার পরনে ছিল মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপড টপ ও সাদা লং স্কার্ট—যা তার স্নিগ্ধ লুককে আরও বাড়িয়ে তোলে।
ছবি ও বক্তব্যে বোঝা যায়, প্রকৃতি ও ভ্রমণের সঙ্গে গভীর আত্মিক যোগাযোগ অনুভব করছেন টয়া—যা তার অনুরাগীদের কাছেও অনুপ্রেরণার এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে।