শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-অর্থ সম্পাদক হলেন বদরুল আলম মজুমদার শ্রীকাইল গ্যাস ফিল্ড সংস্কারের চুক্তি বাতিল, নিষ্ক্রিয় হতে পারে ৪টি কূপ দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন

অতীশ দীপঙ্করে চলচ্চিত্র নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি সমাজের প্রতিচ্ছবি, ভাবনার উসকানি ও জনসচেতনতার এক শক্তিশালী প্ল্যাটফর্ম। এই বিশ্বাসকে সামনে রেখে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজন করে একটি ব্যতিক্রমী “চলচ্চিত্র প্রদর্শনী” অনুষ্ঠান।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর ও প্রভাষক জুবায়ের আহমেদ এবং প্রভাষক কেয়া বোস।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা শুধু চলচ্চিত্র উপভোগই করেননি, বরং চলচ্চিত্রের বিভিন্ন দৃষ্টিকোণ নিয়েও আলোচনা করেন। একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “সবার সঙ্গে বসে হাসি-কান্না ভাগ করে নেওয়া—এই অভিজ্ঞতা সত্যিই অনন্য। সিনেমা আমাদের শুধু বিনোদন দেয় না, অনেক কিছু ভাবতেও শেখায়।”

প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা চলচ্চিত্রের নানামাত্রিক দিক যেমন কাহিনি, নির্মাণশৈলী, সামাজিক বার্তা ও মনস্তাত্ত্বিক প্রভাব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। আয়োজকরা জানান, ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বিস্তৃত আকারে এবং ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তনশীলতা বিকাশে যেমন সহায়ক, তেমনি গণমাধ্যম ও চলচ্চিত্র বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতার ভাণ্ডারকে সমৃদ্ধ করে। এই প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসরে সংস্কৃতি ও সৃজনশীলতার একটি প্রেরণাদায়ক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102