বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

৫ আগস্ট: সবার সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আসন্ন ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (২ আগস্ট) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ‘জুলাই ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় তা জাতির সামনে উপস্থাপন করা হবে।’ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে সম্পৃক্ত সব পক্ষের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।

প্রেস বার্তায় আরও উল্লেখ করা হয়, ঘোষণাপত্রের উপস্থাপন ঘিরে বিস্তারিত কর্মসূচি খুব শিগগিরই জানানো হবে।

এর আগে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শনিবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘পুনর্জাগরণ র‌্যালি’ শেষে সমাপনী বক্তব্যে বলেন, “জুলাই ঘোষণাপত্র আগামী ৫ আগস্ট বা তার আগেই প্রকাশ হতে পারে।”

তিনি বলেন, “আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেই আকাঙ্ক্ষার একটি দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণই হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এতে ভবিষ্যতের বাংলাদেশের একটি রূপকল্প উপস্থাপন করা হবে—একটি পরিবর্তিত, প্রত্যাশিত বাংলাদেশ।”

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগামী দিনের রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক পথনির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের অভিমত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102