রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্রবাহী দুটি সাবমেরিনকে ‘যথাযথ অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বিশ্ব রাজনীতিতে টানটান উত্তেজনার মাঝে এ পদক্ষেপ এক গুরুতর বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, “যদি এই ধরনের বোকামি ও উস্কানিমূলক বিবৃতিগুলোর চেয়ে বেশি কিছু হয়, তাহলে তা অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে। আমি আশা করি, বিষয়টি সে পর্যায়ে যাবে না।”
তবে সাবমেরিন দুটি কোথায় মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধবিরতি এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের জবাবে দিমিত্রি মেদভেদেভ হুমকি দিয়ে বলেন, মস্কো এসব হুমকিকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।
বিশ্বে সবচেয়ে বড় পরমাণু অস্ত্রভাণ্ডারের মালিক দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র। উভয় দেশের নৌবাহিনীর রয়েছে অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন—যেগুলো একযোগে বহুমুখী ধ্বংসক্ষমতা নিয়ে সমুদ্রের অতল গহীনে অবস্থান করতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং এক ধরনের কূটনৈতিক চাপও—যা ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তার ভবিষ্যৎ গতিপথকে প্রভাবিত করতে পারে।