চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি সমাজের প্রতিচ্ছবি, ভাবনার উসকানি ও জনসচেতনতার এক শক্তিশালী প্ল্যাটফর্ম। এই বিশ্বাসকে সামনে রেখে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজন করে একটি ব্যতিক্রমী “চলচ্চিত্র প্রদর্শনী” অনুষ্ঠান।
শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর ও প্রভাষক জুবায়ের আহমেদ এবং প্রভাষক কেয়া বোস।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা শুধু চলচ্চিত্র উপভোগই করেননি, বরং চলচ্চিত্রের বিভিন্ন দৃষ্টিকোণ নিয়েও আলোচনা করেন। একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “সবার সঙ্গে বসে হাসি-কান্না ভাগ করে নেওয়া—এই অভিজ্ঞতা সত্যিই অনন্য। সিনেমা আমাদের শুধু বিনোদন দেয় না, অনেক কিছু ভাবতেও শেখায়।”
প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা চলচ্চিত্রের নানামাত্রিক দিক যেমন কাহিনি, নির্মাণশৈলী, সামাজিক বার্তা ও মনস্তাত্ত্বিক প্রভাব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। আয়োজকরা জানান, ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বিস্তৃত আকারে এবং ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তনশীলতা বিকাশে যেমন সহায়ক, তেমনি গণমাধ্যম ও চলচ্চিত্র বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতার ভাণ্ডারকে সমৃদ্ধ করে। এই প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসরে সংস্কৃতি ও সৃজনশীলতার একটি প্রেরণাদায়ক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।