ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ইতোমধ্যেই একক প্রার্থী ঘোষণা করলেও, বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন ১০ জন। ফলে বিএনপির ভেতরে মনোনয়ন কেন্দ্রিক প্রতিযোগিতা ইতোমধ্যেই তীব্র রূপ নিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ আলমগীর খসরু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব এম. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডি. জেড. এম. হাসান বিন শফিক সোহাগ, যুক্তরাজ্য বিএনপির নেতা মেজর (অব.) সৈয়দ আবু বকর সিদ্দিক, সাবেক ক্রীড়া সম্পাদক রায়হান আমিন রনি, অধ্যাপক জাহাঙ্গীর আলম সজল, ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম এবং সাবেক ছাত্রনেতা ইমরান তালুকদার।
মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে এলাকায় গনসংযোগ, সভা-সমাবেশ এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে মাঠে সক্রিয় রয়েছেন।
এদিকে, জামায়াত ইসলামী জেলা সহকারী সেক্রেটারি ও আটপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলাওয়ার হোসেন সাইফুল এবং খেলাফত আন্দোলনের মাওলানা তরিকুল ইসলাম নুরানী পৃথকভাবে একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন।
বিএনপির একাধিক প্রার্থী থাকায় দলটির মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের শঙ্কাও রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তবে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তুলেছে। কে হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী—তা নিয়ে আটপাড়া ও কেন্দুয়ায় জোর আলোচনার জন্ম দিয়েছে।