বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২১ অপরাহ্ন

দেশের অস্তিত্বের স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: খেলাফত মজলিস

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
ফাইল ছবি | উত্তরা নিউজ

‘বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে জুলাই সনদ স্বীকৃতি ও বাস্তবায়ন অপরিহার্য।’ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর আয়োজিত “জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, জুলাই সনদ ও জন প্রত্যাশার বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রবীণ রাজনীতিবিদ খেলাফত মজলিসের মহাসচিব ডঃ আহমদ আবদুল কাদের। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অধ্যাপক মো. আব্দুল জলিল, শাহাবুদ্দিন খন্দকার, বিজিএমইএ সদস্য মো. নজরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম আজহারী প্রমুখ।

সভায় বক্তারা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতা করেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে, এর মাধ্যমে সমকামিতার মতো অনৈতিক সংস্কৃতি প্রমোট করার চেষ্টা হলে দেশের জনগণ তা প্রতিরোধে আন্দোলনে নামবে।

সভাটি সঞ্চালনা করেন মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক। বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মুশফিকুস সালেহীন ও ইসলামী যুব মজলিসের মো. সালমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102