রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-অর্থ সম্পাদক হলেন বদরুল আলম মজুমদার শ্রীকাইল গ্যাস ফিল্ড সংস্কারের চুক্তি বাতিল, নিষ্ক্রিয় হতে পারে ৪টি কূপ দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন

জুলাই সনদের দাবিতে শাহবাগে অবরোধ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র-জনতা, যাঁরা নিজেদের পরিচয় দিয়েছেন “জুলাই যোদ্ধা” হিসেবে, আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে সনদ প্রদান বিলম্বের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, অভ্যুত্থান চলাকালে শহীদ ও আহতদের জন্য নির্ধারিত ‘জুলাই সনদ’ প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো প্রদান করা হয়নি। দীর্ঘদিন ধরে বারবার দাবির পরও সরকারিভাবে কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।

লাল-সবুজের পতাকা হাতে প্রায় শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে জড়ো হন, ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের ভাষ্য,

“জুলাই সনদ কোনো দয়া নয়, এটি আমাদের অধিকার। এই সনদের মাধ্যমে স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। না হলে আমরা শাহবাগে অস্থায়ী মঞ্চ গড়ে তুলব এবং অবস্থান চালিয়ে যাব।”

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশপাশি পাশেই সতর্ক অবস্থানে রয়েছে জলকামানসহ দাঙ্গা প্রতিরোধ সরঞ্জাম।

আন্দোলন ঘিরে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নাগরিকদের ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে একটি সনদ দেওয়ার প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট দপ্তর। আন্দোলনকারীদের দাবি— সেটি বাস্তবায়ন না হওয়াতেই তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102