রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফারুক মিয়া (৪২)।
বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুরে উত্তরা পূর্ব থানার ২ নম্বর সেক্টরের এমএস মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীতে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উত্তরা বিভাগের একটি টিম তথ্য পায় যে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ফারুক মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ফারুক মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবি-উত্তরা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীতে মাদকের বিস্তার রোধে ডিএমপি’র পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: ডিএমপি