বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপি ক্ষমতার জন্য অস্থির নয়, জনগণের মালিকানা ফেরাতেই আন্দোলন করছে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে দেশের বহু সমস্যার সমাধান সম্ভব।”

রাজনৈতিক সংস্কার নিয়ে তিনি জানান, ১২টি মৌলিক বিষয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। মতানৈক্যের বিষয়গুলো বাদ দিয়ে মৌলিক বিষয়ের ভিত্তিতে সংস্কার এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, “গণতন্ত্রে মতভেদ থাকলেও সীমারেখা থাকা উচিত, না হলে ভবিষ্যতে রাজনৈতিক তিক্ততা তৈরি হবে।”
সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি সকলকে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গঠনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102