বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

উত্তরায় শিক্ষিকা মেহেরিনের বাসায় রুহুল কবির রিজভী

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ
মাইলস্টোন স্কুলের প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ।  ৩০ জুলাই, বুধবার দুপুর ২টায় উত্তরা ১৩ নং সেক্টর  ২- নং রোড এর ‘রয়েল পার্ক’  বাসায় গিয়ে মাইলস্টোন স্কুলের প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান রুহুল কবির রিজভীসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজ দেহের ৯০% পুড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই অসাধারণ আত্মত্যাগ স্মরণে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর সাথে  উপস্থিত ছিলেন  ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির  সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর ও এম কপিল উদ্দিন উপস্থিত ছিলেন।
রুহুল কবীর রিজভী বলেন, “ছাত্রছাত্রীরা সন্তানের চেয়েও বড়—তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরী। এটি মৃত্যুই নয় শুধু, এটি একটি আদর্শিক আত্মত্যাগ। তিনি নিভৃতে দায়িত্ব পালন করে গেছেন, এতটাই নিঃস্বার্থভাবে যে আজ জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।”
তিনি আরও বলেন, “স্বার্থপর হলে তিনি ফিরে আসতে পারতেন। কিন্তু ছাত্রদের রক্ষায় তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এমন মানুষদের কারণেই পৃথিবী এখনও মানবিকতার আলোয় আলোকিত। আল্লাহ যেন প্রতিটি ঘরে এমন আদর্শবান মানুষ তৈরি করেন।”
বিএনপি নেতৃবৃন্দ ও উপস্থিত নেতা কর্মীরা তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102