বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

তাবলিগ জামাতের বিরোধ নিষ্পত্তির বিশেষ উদ্যোগ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
তাবলিগ জামাতের চলমান বিরোধ নিষ্পত্তি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়। উদ্যোগের অংশ হিসেবে দুই পক্ষের প্রতিনিধি নিয়ে সরকারের মধ্যস্থতায় একটি কমিটি গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।তাবলিগের বিবাদ নিরসনে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটি হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কমিটিতে দুই পক্ষের প্রতিনিধি থাকবেন। আশা করি, এই কমিটির মাধ্যমে উভয় পক্ষ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি।উল্লেখ্য, তাবলিগ জামাতের উভয় পক্ষ দীর্ঘদিন ধরে ধর্মবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আসছিল। আজ উভয় পক্ষের পৃথক সময়ে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত উভয় পক্ষ একত্রে বৈঠক করতে সম্মত হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102