বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

গাজায় রক্তাক্ত আরেক দিন: ১০৪ নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর লাগাতার আগ্রাসনে বুধবার (৩০ জুলাই) আরও ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিনে আহত হয়েছেন আরও ৩৯৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শুধু বুধবার চালানো হামলাগুলোতেই এই প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। এতে করে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে মোট প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৪৬ হাজার ২০০ জন

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ঢুকে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় অন্তত ১ হাজার ২০০ জন ইসরাইলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়।
এরপর থেকেই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে, যা এখন পর্যন্ত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

গোটা অঞ্চলজুড়ে ধ্বংসস্তূপ, ধোঁয়া আর কান্নার শব্দ। শিশুরা মা-বাবাহীন, হাসপাতালগুলো ভেঙে পড়ার মুখে এবং মানবিক সহায়তার প্রবেশ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, গাজায় চলমান এই সংকট এখন ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102