আসন্ন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং সবকিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনমনে আতঙ্কের কোনো কারণ নেই।
এ সময়, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ অভিযান চালানোর বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ডিএমপি যেকোনো সময় অভিযান পরিচালনা করতে পারে। এটি তাদের নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত।”
তিনি আশ্বস্ত করেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব স্থানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা তৎপর রয়েছে।