রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু পাড়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। একইসঙ্গে উত্তেজিত লোকজন পুলিশের ওপরও আক্রমণ চালায়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১,২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যৌথ অভিযানের মাধ্যমে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলায় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।