বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:২০ অপরাহ্ন

টঙ্গীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গাজীপুরের টঙ্গীতে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে আজ বুধবার (৩০শে জুলাই) সকাল ১০টায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন – টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মূল কর্মসূচি টঙ্গী প্রেসক্লাবের সামনে শুরু হলেও তা বিস্তৃত হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে বড়বাড়ি তারগাছ পর্যন্ত।

মানববন্ধনে অংশ নেন দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক-শিক্ষিকা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা ‘বৃত্তি পরীক্ষার সুযোগ চাই’— এমন দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সভাপতিত্ব করেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন (টঙ্গী পূর্ব) এর সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মতিন। বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম থানা সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জনি, পূর্ব থানা সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, অর্থ সম্পাদক সোহেল ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিপত্রে বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, যা চরম বৈষম্যপূর্ণ।”

তারা আরও বলেন, “বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়— এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাসের প্রতীক, মেধার স্বীকৃতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের এ সুযোগ থেকে বঞ্চিত করা অমানবিক।”

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট পরিপত্র অবিলম্বে বাতিল করে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলেও সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102