বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আজ এক উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন অভিযাত্রায় এই উত্তরণপ্রক্রিয়াকে ত্বরান্বিত করতে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বেলা ১১টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত অগ্রগতি, বাকি চ্যালেঞ্জ, কাঠামোগত প্রস্তুতি, আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধার ভবিষ্যত রূপরেখা এবং বহুমাত্রিক উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জানান, উত্তরণের পরবর্তী ধাপে দেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে অন্যতম প্রধান লক্ষ্য।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তাঁর বক্তব্যে বলেন, “এলডিসি থেকে উত্তরণ শুধু একটি প্রশাসনিক পর্যায় নয়, এটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক উন্নয়ন এবং আত্মবিশ্বাসের একটি শক্তিশালী স্বীকৃতি। এই রূপান্তর যেন স্থিতিশীল ও টেকসই হয়, সেজন্য সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি।”

সভায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট খাতে বিশেষায়িত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় সভা সম্পর্কিত তথ্য গণমাধ্যমে জানায়।

উল্লেখ্য, জাতিসংঘের নির্ধারিত সূচক পূরণ করে বাংলাদেশ এরই মধ্যে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে এবং আগামী কয়েক বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102